ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে সাহারা খাতুন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:৪১ অপরাহ্ণ, জুলাই ০৬, ২০২০

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পৌঁছেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। সোমবার বিকেল ৪টার কিছু সময় পর ওই হাসপাতালে পৌঁছেছেন বলে সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বেলা পৌনে ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাহারা খাতুনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ছেড়ে যায়। বিকেল ৪টার কিছু পর তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পৌঁছান।

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এখানে তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেয়া হয়।

 
Electronic Paper