ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খালেদা জিয়ার উপদেষ্টা জাফরুল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ০৬, ২০২০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট শ্রমিক নেতা জাফরুল হাসান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সোমবার (৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাফরুল হাসান দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। সর্বক্ষেত্রেই তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

এদিকে জাফরুল হাসানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য শ্রমিক নেতা নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

 
Electronic Paper