ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনা নিয়ে আমরা শঙ্কিত

কুষ্টিয়া প্রতিনিধি
🕐 ১১:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ০৩, ২০২০

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, ‘করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্বের মানুষ আতঙ্কিত। কারণ ভাইরাসে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। ৫০ হাজারের অধিক মানুষ মারা গেছেন। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারি আকারে না আসলেও আমরা কিন্তু শঙ্কিত।’

শুক্রবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘করোনা ভাইরাস রোধ করার প্রথম কাজ হচ্ছে ঘরে থাকা, অন্যের সংস্পর্শ থেকে মুক্ত থাকা। করোনা ভাইরাসের বৈশিষ্ট্য হলো এক দেহ থেকে আরেক দেহে সংক্রমিত করা। সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। যাতে আমরা রক্ষা পেতে পারি।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

 
Electronic Paper