ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সর্বত্রই বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করব: তাপস

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘যেভাবে বাংলা ভাষার চর্চার ক্ষেত্রে মিশ্রণ দেখা দিয়েছে, তাতে মনে হচ্ছে এখনই সময় ব্যবস্থা নেয়া। মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর আমি সর্বত্রই বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করবো।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফজলে নূর তাপস বলেন, ভাষার চর্চার ক্ষেত্রে নানা ক্ষেত্রে মিশ্রণ দেখা দিয়েছে। এতে করে এখনি সময় এসেছে ব্যবস্থা নেয়া। তাই দায়িত্ব নেয়ার পরই সর্বত্র যেন বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা যায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাবেক মেয়র সাঈদ খোকন। এরপর উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র শ্রদ্ধা নিবেদন করেন।

 
Electronic Paper