ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নির্বাচন ক‌মিশনের ওপর আমাদের আস্থা নেই: তা‌বিথ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০

বিগত দিনে নির্বাচন কমিশন এককভাবে সব সিদ্ধান্ত নিয়েছে।‘নির্বাচন ক‌মিশনের ওপর আমাদের আস্থা নেই। তারা লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি কর‌তে ব্যর্থ হ‌য়ে‌ছে। তারপ‌রও আমরা দেখ‌তে চাই- শেষ পর্যন্ত নির্বাচন ক‌মিশন কী ক‌রে।’ -মন্তব্য করেছেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের (ডিএনসিসি) দলটির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল। আমাদের সব অভিযোগ তারা আমলে নিচ্ছে না, এটা ঠিক না। কিন্তু দুঃখজনক বিষয় হলো ওনারা আমাদের অভিযোগ আমলে নেওয়ার পরও তেমন কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

আজ শ‌নিবার সকাল সোয়া ১০ টায় রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় গণসং‌যোগকা‌লে তি‌নি এ কথা বলেন।

এ সময় ভোটারদের নির্ভ‌য়ে কে‌ন্দ্রে গি‌য়ে ভোট দিতে বিএন‌পির নেতাকর্মীরা সহ‌যো‌গিতা কর‌বে ব‌লে জানান তাবিথ। ৎ

তিনি বলেন, দেশে মানুষের গণতন্ত্র হরণ করা হ‌য়ে‌ছে। এখন জনগণ ভোট দি‌তে পা‌রে না। এবার বিএন‌পির নেতাকর্মীরা ভোটার‌দের সাহস দেবে, ভোট কে‌ন্দ্রে যে‌তে এবং ভোটা‌রেরা যা‌তে সুশঙ্খলভা‌বে কেন্দ্রে গিয়ে ভোট দি‌তে পা‌রে সে সহ‌যোগিতা কর‌বে।

‌তি‌নি ব‌লেন, নির্বাচন ক‌মিশনের ওপর আমাদের আস্থা নেই। তারা লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি কর‌তে ব্যর্থ হ‌য়ে‌ছে। তারপ‌রও আমরা দেখ‌তে চাই- শেষ পর্যন্ত নির্বাচন ক‌মিশন কী ক‌রে?

 
Electronic Paper