ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিটি নির্বাচন

আদালতের আদেশ মেনে নেয়া উচিত: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

আসন্ন ৩০ জানুয়ারির ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটে সবাইকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভোটের তারিখ নিয়ে কোর্ট যে আদেশ দিয়েছেন, আমি মনে করি তা মেনে চলা উচিত। কেননা নির্বাচনটা হোক, সবার এটা প্রত্যাশা, প্রস্তুতি এগিয়ে চলছে। নির্বাচনকে ঘিরে ঢাকার দুই সিটিতে একটা উৎসবমুখর পরিবেশও বিরাজ করছে।’

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণি সিটি করপোরেশনে সাধারণ নির্বাচনের দিন সরস্বতী পূজা। নির্বাচনের তারিখ পেছানোর জন্য আদালতে একটি রিটও করা হয়েছিল। আদালত সেটি খারিজ করে দিয়েছেন। এখন তারিখ পেছানোর জন্য আন্দোলন হচ্ছে, আন্দোলনকারীরা শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করে রাখছেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘হাইকোর্ট তো বাংলাদেশের জাতীয় স্বার্থের বাইরে কিছু নিশ্চয়ই ভাববে না। হাইকোর্টে যারা আদেশ দিয়েছেন তারা তো ভেবেচিন্তেই দিয়েছেন। যেখানে বিষয়টি কোর্ট পর্যন্ত গড়িয়েছে, কোর্টের আদেশ যেটা সেটা তো মেনে চলা উচিত। আমি আন্দোলনকারীদের আহ্বান করব, তারা আন্দোলন থেকে বিরত থাকবেন। আদালতের আদেশ মেনে নিয়ে তারা আন্দোলন থেকে বিরত থাকবেন।’

তিনি বলেন, ভোটের তারিখ নিয়ে কোর্ট যে আদেশ দিয়েছেন, আমি মনে করি তা মেনে চলা উচিত।

আন্দোলনরতদের মধ্যে ছাত্রলীগের নেতাদেরও দেখা যাচ্ছে- এমন প্রশ্নে কাদের বলেন, ‘ছাত্রলীগের দৃষ্টিকোণ থেকে তারা যদি থেকে থাকে সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আছে। এখানে পার্টি কোনো বিষয় নয়। পার্টিগতভাবে তো কেউ এটাতে অংশগ্রহণ করেনি। ছাত্রলীগের যারা হিন্দু সম্প্রদায়ের আছে, তাদের অনেকেই যেতে পারে। সেটা তো অসম্ভব কিছু না।’

পূজার বিষয়টি নির্বাচন কমিশনকে বিবেচনা করা উচিত ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নিশ্চয়ই তাদের বিবেচনা করা উচিত ছিল।’

এ সময় রিট খারিজ করার মানেই হলো নির্বাচন কমিশন যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ওটাই ঠিক আছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, সবকিছু মিলিয়েই যে আদেশ দেয়া হয়েছে ৩০ তারিখে নির্বাচন হবে। ধর্মীয়ভাবে যারা সংক্ষুব্ধ হয়েছে, আমি তাদের অনুরোধ করব, আদালতের আদেশ মেনে অনেক প্রত্যাশিত সিটি করপোরেশন নির্বাচনে তারাও অংশগ্রহণ করবেন। তারাও ভোট উৎসবে যোগ দেবেন, এটাই আমি আশা করি।’

অসাম্প্রদায়িক চেতনার কথা বললেও ধর্মীয় অনুষ্ঠানের দিন নির্বাচন হবে। এর আগেও এমন হয়েছে। তবে কী প্রশাসনের মধ্যে সাম্প্রদায়িক শক্তি এখনও সোচ্ছার? জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আপনি আদালতকে সাম্প্রদায়িক বলবেন কি না! যেখানে আদালত পর্যন্ত বিষয়টি গড়িয়েছে। তাহলে সাম্প্রদায়িক কীভাবে বলতে পারেন।’

 

 
Electronic Paper