ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্বর্ণ কেলেঙ্কারিতে গভর্নরের পদত্যাগ করা উচিত : মওদুদ

খোলা কাগজ প্রতিবেদক
🕐 ১:৪৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৮

কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত ‘সংঘাতের রাজনীতি, গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেলেঙ্কারির ঘটনা প্রসঙ্গে মওদুদ বলেন, যেমনিভাবে রিজার্ভ চুরির দায়ে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেছিলেন, তেমনি বর্তমান গভর্নরেরও পদত্যাগ করা উচিত। তাহলে তার সম্মান বাঁচবে।
বিএনপির এই জ্যোষ্ঠ নেতা বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি টাকায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সেভাবে বিএনপিকেও সমাবেশ করতে দিতে হবে।

 

 
Electronic Paper