ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সপ্তম সম্মেলন কাল

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:৪২ অপরাহ্ণ, নভেম্বর ০৫, ২০১৯

কৃষক লীগের সপ্তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন কৃষক লীগের সাংগঠনিক নেতা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় সূত্রে জানা যায়, সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের সম্মেলনে সংগঠনটির গঠনতন্ত্রে দুটি বিষয়ে সংশোধনী আনার প্রস্তাব করা হবে। গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটি এ সংশোধনী প্রস্তাব তৈরি করেছে। এটি কাউন্সিলে পাসের জন্য উপস্থাপন করা হবে। প্রস্তাব দুটি হলো- কেন্দ্রীয় কমিটির আকার বাড়ানো ও সংগঠনের স্লোগানের পরিবর্তন।

সূত্র জানায়, বর্তমানে কৃষক লীগের কমিটির সদস্য সংখ্যা ১১১ জন। এ সংখ্যা বাড়িয়ে ১৫১ করার প্রস্তাব করা হয়েছে সংশোধনীতে। আর সংগঠনের বর্তমান স্লোগান হচ্ছে- কৃষক বাঁচাও, দেশ বাঁচাও।

কৃষক লীগের নেতারা বলেন, এ স্লোগান যখন দেওয়া হয়েছিল তখন কৃষকদের যে অবস্থা ছিল, তার চেয়ে পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরে কৃষি খাতে আধুনিকায়ন হয়েছে। কৃষক ও কৃষির যথেষ্ট উন্নতি হয়েছে। তাই এ স্লোগানে সংশোধনী এনে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে- ‘সুখী কৃষক, সুখী দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান করার প্রস্তাব করা হয়েছে।

 
Electronic Paper