ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এমপি জাহিদসহ ৭ জনকে ফেরাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ০৯, ২০১৯

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়ায় বহিষ্কৃৃত মো. জাহিদুর রহমানকে দলে ফেরাল বিএনপি। এছাড়া দলের আরও ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিকে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুরের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়।

বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির আট নেতাকে বহিষ্কার করা হয়েছিল। তাদের দলে ফেরার আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।’

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা নেতারা হলেন- মো. জাহিদুর রহমান, সংসদ সদস্য ও সাবেক সভাপতি-পীরগঞ্জ উপজেলা বিএনপি জেলা-ঠাকুরগাঁও; রেবেকা সুলতানা, সাবেক সভাপতি-ফরিদগঞ্জ উপজেলা মহিলা দল, চাঁদপুর; সৈয়দ জাহেদুল্লাহ কোরাইশী, সাবেক প্রচার সম্পাদক-ফটিকছড়ি উপজেলা বিএনপি, চট্টগ্রাম উত্তর; মোছা. তানিয়া খানম, সাবেক সভাপতি-বানিয়াচং উপজেলা মহিলা দল, হবিগঞ্জ; মো. শাহজাহান কবির, সাবেক সভাপতি- বেতাগী উপজেলা বিএনপি, বরগুনা; শাহনাজ বেগম, সাবেক মহিলা দল নেত্রী, চান্দনাইশ উপজেলা মহিলা দল, চট্টগ্রাম উত্তর; দিলারা শিরিন, সাবেক সাংগঠনিক সম্পাদক-কুমিল্লা উত্তর মহিলা দল। এর আগে গত ২৭ এপ্রিল জাহিদুর রহমানকে বহিষ্কার করা হয়েছিল।

 
Electronic Paper