ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এরশাদের তৃতীয় জানাজা

নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:১৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হয়েছে। সোমবার (১৫ জুলাই) বাদ আসর বিকেল সোয়া ৫টার দিকে তার এই জানাজা সম্পন্ন হয়। জানাজা পড়ান বায়তুল মোকাররমের খতিব মিজানুর রহমান।

পরে জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত ও কর্মজীবনের উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরেন। এরশাদ জীবনে কারও সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করে কষ্ট দিয়ে থাকলে, তা ক্ষমা করার অনুরোধ জানান রাঙ্গা।

জিএম কাদের বলেন, দেশ, জাতি, ইসলাম ধর্ম ও সাধারণ মানুষের কল্যাণে এরশাদের অনেক অবদান আছে।

জানাজায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ আবু হোসেন বাবলা, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
Electronic Paper