ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খালেদা জিয়ার মুক্তি

কর্মসূচি ঠিক করতে ২০ দলের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:২১ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৯

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে আজ। সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (২৩ জুন) বিষয়টি দলের পক্ষ থেকে গণমাধ্যমকে জনানো হয়েছে।

সূত্র মতে, কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে সোমবারের ওই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

জানা গেছে, খালেদা জিয়ার আশু মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি দিতে যাচ্ছে ২০ দলীয় জোট। আন্দোলনের অংশ হিসেবে সব বিভাগীয় শহরে জোটের ব্যানারে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দেয়া হতে পারে। শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব কর্মসূচিতে ২০ দলকে সম্পৃক্ত করা হতে পরে। এসব সমাবেশে পরে প্রতিটি জেলা শহরে আন্দোলন কর্মসূচি দেয়া হতে পারে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়া। অসুস্থতাবশত তিনি বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 
Electronic Paper