ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘বাজেটের আকার নিয়ে যারা গর্ব করে তারা অজ্ঞ’

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:২৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটের আকার কোনো বিষয় নয়। আকার নিয়ে গর্ব করার কিছু নেই। বাজেটের পরিসর নিয়ে যারা গর্ব করে তারা অজ্ঞ, তারা বাজেটের কিছু বোঝে না।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক লেবার পার্টির আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেটও ছোট ছিল। ধীরে ধীরে তা বেড়েছে। স্বৈরাচারী সরকারের সময়ও বাজেটের আকার বাড়ে। আকার নিয়ে যারা কথা বলে তারা অজ্ঞ। আকার নয়, বাজেটের মান নিয়ে কথা বলতে হবে।

তিনি বলেন, যে লোকগুলো আজকে রাষ্ট্রের সার্বিক ক্ষমতা দখল করে আছে তারা তো নিজেদের স্বার্থে বাজেট দেবে। এখানে জনগণের কিছু নেই। এখন ৬৭ হাজার টাকা মাথাপিছু ঋণ রয়েছে।

আগামী বছর তা ৭৫ হাজারে দাঁড়াবে। যে ঋণের বোঝা তারা জনগণের মাথায় চাপিয়ে দিচ্ছে, তা থেকে জনগণ কীভাবে মুক্ত হবে? সুপরিকল্পিতভাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে দাবি করে আমীর খসরু বলেন, ৪৫ বছর আগে মাত্র চারটি গণমাধ্যম রেখে বাকি গণমাধ্যম বন্ধ করেছিল তারা।

 
Electronic Paper