ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বগুড়া-৬ নির্বাচন

সিরাজকে প্রতীক দিতে ইসিকে চিঠি ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:১৪ পূর্বাহ্ণ, জুন ০৩, ২০১৯

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জিএম সিরাজকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে মহাসচিব ফখরুলই ধানের শীষ প্রতীকের চিঠি জিএম সিরাজের হাতে তুলে দেন।

আজ সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ২৪ জুন হবে ভোটগ্রহণ। ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও এ নির্বাচনে লড়তে যাচ্ছে। নৌকার প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, মহাসচিবের হাত থেকে দলের প্রতীক বরাদ্দের চিঠি পেয়েছেন জিএম সিরাজ। এই চিঠি তিনি রিটার্নিং অফিসারকে দেবেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া একাদশ সংসদ নির্বাচন করতে না পারায় এই আসনে প্রার্থী হয়ে ভোটে জিতেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু বিএনপির অন্য পাঁচজন সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘দলীয় সিদ্ধান্তে’ শপথ নেননি ফখরুল। ফলে এ আসনে পুনরায় নির্বাচন হচ্ছে।

 
Electronic Paper