ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘সাজাপ্রাপ্ত খালেদার মুক্তির জন্য জনগণ তাদের ভোট দেয়নি’

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘খালেদা জিয়ার মুক্তির সঙ্গে বিএনপির সংসদ সদস্যদের শপথ নেয়ার কোনো সম্পর্ক নেই। কারণ, সাজাপ্রাপ্ত খালেদার মুক্তির জন্য জনগণ তাদের ভোট দেয়নি।’

শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘প্যারোলের বিষয়ে মেডিকেল বোর্ড যদি বলে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়া প্রয়োজন এবং উনি (খালেদা) যদি আবেদন করেন তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ভেবে দেখবে।’

বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপির চেয়ে সাংবাদিকদের আগ্রহ বেশি বলেও জানান তিনি।

নুসরাত হত্যার ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাসী। আওয়ামী লীগের কোনো নেতা যদি অপরাধ করে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।’

এ সময় মাহাবুর আলম হানিফ আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী জাঁকজমকভাবে সারাদেশে পালনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সভায়। এ জন্য আটটি বিভাগের আটটি সাংগঠনিক কমিটি ইতোমধ্যে করা হয়েছে। তারা জেলাপর্যায়ে নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে ঢেলে সাজানো এবং সংগঠন কে শক্তিশালী করার বিষয়ে কাজ করবেন।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওই সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শিক্ষামন্ত্রী দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, মেজবা উদ্দিন সিরাজ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 
Electronic Paper