ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘বিরোধী দলবিহীন বাংলাদেশ আমরা চাই না’

নিজস্ব প্রতিবেদক
🕐 ৫:৩১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

বিএনপিকে বর্জনের রাজনীতি বন্ধ করে সংসদে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বিরোধী দলবিহীন বাংলাদেশ আমরা চাই না।’

সোমবার সকালে রাজধানীতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, সরকার চায় বিএনপি সংসদে আসুক।’ বিএনপি সংসদে না এলে বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

নাসিম বলেন, ‘বর্জনের রাজনীতি থেকে বেরিয়ে আসেন। এখনো সময় আছে। সংসদে যোগদান করে আটজন হলেও কথা বলেন। গলায় যদি শক্তি থাকে, আশিজনের মতো কথা বলেন।’

সাবেক মন্ত্রী বলেন, ‘যদি সাহস থাকে, শক্তি অর্জন করতে পারেন তাহলে বিরোধী দলের রাজনীতি করুন, শক্তিশালী হয়ে কাজ করুন। এটা আমরা চাই।’

বর্জনের রাজনীতি করতে করতে বিএনপিকে এখন জনগণই বর্জন করেছে বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। এ ছাড়া সন্ত্রাস আর ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে, পরিচ্ছন্ন রাজনীতি করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

 
Electronic Paper