ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি মেনে নেয়া হবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:৪২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯

গ্যাস-বিদ্যুতে দাম বাড়ানো হলে বিএনপি তার প্রতিবাদ সাধ্য মতো করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। তিনি বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি মেনে নেয়া হবে না। সবার আপত্তি সত্ত্বেও সরকার অন্যায়ভাবে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে বিএনপি সাধ্যমতো এর তীব্র প্রতিবাদ করবে।

রোববার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আজ দেশে প্রায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র নেই। এমন একটি অবস্থায় আমরা স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ সময় সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 
Electronic Paper