ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘বিশ্বব্যাপী আ. লীগের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিশ্বব্যাপী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে।’ বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজকে আপনারা বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে দিয়েছেন যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ শক্তি। তারা গণতন্ত্রের কথা শুধুই মুখেই বলে বিশ্বাস করে না। এরা গণতন্ত্রকে বারবার হত্যা করেছে। এই ফ্যাসিবাদ শক্তিকে মোকাবেলা করার জন্য অবশ্যই আমাদের সংগঠনকে ঐক্যবদ্ধ করতে হবে এবং সংগ্রাম সংগঠন গড়ে তুলতে হবে।’

এ সময় তিনি আরো বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না আমরা দীর্ঘদিন সংগ্রাম করে এসেছি। আমাদেরকে এই লড়াই আরও সামনের দিকে নিয়ে যেতে হবে। এই লড়াইয়ে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।’

ফখরুলের বক্তব্য চলাকালে দর্শক সারিতে বসা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সিনিয়র নেতাদের উদ্দেশ করে এক কর্মী বলেন, ‘বিএনপির কমিটি ভেঙে দেন। আজ নেতাকর্মীরা আসেনি কেন? কর্মসূচি নেই কেন?’

হঠাৎ করে কর্মীদের এমন আচরণে কিছু সময়ের জন্য সভার পরিবেশ বদলে যায়। বক্তব্য দেয়ার একপর্যায়ে কিছু সময়ের জন্য থেমে যান ফখরুল।

পরে ফখরুল তার বক্তব্যে বলেন, ‘কর্মসূচি হবে, ধৈর্য ধরেন। কর্মসূচি যে দেব তা তো আপনাদের পালন করতে হবে। ধৈর্য ধরেন, সব কিছুই হবে। আপনাদের ধৈর্য ধরতে হবে। এখানে বসে চিৎকার করলে হবে না।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের যে ক্ষোভ-ব্যথা সেটা আমরা বুঝি। কিন্তু একটা কথা আপনাদের সবসময় মনে রাখতে হবে- ফ্যাসিবাদের সঙ্গে যখন গণতন্ত্র লড়াই করে তখন এত সহজে সফল অর্জন করা যায় না।’

ফখরুল বলেন, ‘আপনারা কেন ভাবছেন আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা কখনোই ব্যর্থ হননি। আজকে আপনারা বিজয়ী হয়েছেন। আমি আপনাদের এইটুকু বলতে চাই, কখনোই মনের জোর হারিয়ে ফেলবেন না।’

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে আমাদের ক্ষোভের সঙ্গে বলতে হয়। আমরা এমন একটা অবস্থার মধ্যে বিরাজ করছি যা জাতির জন্য কলঙ্কময় অধ্যায় সৃষ্টি হয়েছে। এত বড় সঙ্কট জাতির সামনে কখনো এসেছে বলে আমার জানা নেই।’

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের জন্য যিনি সারাটা জীবন সংগ্রাম করেছেন, তিনি আজ কারাগারে। আজকে আমি জেলগেট পর্যন্ত দিয়ে ফিরে এসেছি। তিনি অত্যন্ত অসুস্থ। অসুস্থতার কারণে আসতে পারেননি।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে জেলে রেখে মানবাধিকার লঙ্ঘনের কারণের তাদের (সংশ্লিষ্টরা) বিচার হবে।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় নেতা হেলেন জেরিন খান প্রমুখ বক্তৃতা করেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।

 

 
Electronic Paper