ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মিয়ানমার বাস্তবে ইয়াবা চোরাচালান বন্ধ করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯

মিয়ানমার বাস্তবে ইয়াবা চোরাচালান বন্ধ করে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, উখিয়া-টেকনাফসহ ১৯৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবা বাংলাদেশে ঢুকছে। মিয়ানমারকে ইয়াবা চোরাচালান বন্ধ করতে অনেকবার বলেছি। তারা বলে কিন্তু বাস্তবে কিছুই করে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়ছি সীমান্তকে আমরা কঠেরভাবে সুরক্ষা করবো।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক, সাবেক এমপি আব্দুর রহমান বদির স্ত্রী শাহিন আকতার এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেকউল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযোগ পেলেই আমাদের জানান, আইজিপিকে জানান। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হলেও জড়িত থাকলে কঠোরভাবে দমন করা হবে। আমাদের ইসলাম ধর্মে মাদকের বিষয়ে কঠোর নিষেধ আছে। আসুন আমরা ধর্মকে হৃদয়ে ধারণ করে ইয়াবাকে বর্জন করি।

আত্মসমর্পণে সাড়া না দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে গেলে, তাদের পরিণতি ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক ব্যবসার অবৈধ টাকায় যারা প্রাসাদ গড়েছেন, তারা জেনে রাখুন— ওই প্রাসাদে আপনাদের ঘুমাতে দেয়া হবে না। আজ থেকে নাফ নদী অথবা বঙ্গোপসাগরে নৌকায় ঘুমিয়ে জীবন কাটাতে হবে।’

তিনি বলেন, ‘এখন থেকে বাংলাদেশ সীমান্ত দিয়ে আর কোনো মাদক বা অনুপ্রবেশকারীকে ঢুকতে দেয়া হবে না। এজন্য বিজিবিকে সীমান্তে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কোস্টগার্ডকেও শক্তিশালী করা হয়েছে।’

মাদকবিরোধী অভিযানে কক্সবাজারে ৫৩ জন নিহতের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রয়োজনে এই অভিযান আরও জোরদার করা হবে।’

মাদক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বিকল্প কর্মসংস্থান করতে সরকারের সহায়তা চাইলে তাও করা হবে, তবুও আপনারা এ পথ থেকে ফিরে আসেন। এ সময় তিনি আত্মসমর্পণকারী মাদক কারবারিদের নামাজ এবং দোয়া-দরুদ পড়ে নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়ারও পরামর্শ দেন।

অনুষ্ঠানে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘ইয়াবা পাচারে পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা জড়িয়ে গেলে তাদেরও একই পরিণতি হবে।’

এ সময় তিনি ইয়াবা পাচার বন্ধে তথ্য দিয়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

 

 
Electronic Paper