ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নির্বাচন সুষ্ঠু হয়েছে, বিএনপির করা মামলা ভিত্তিহীন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯

নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপি ইলেকশন ট্রাইব্যুনালে মামলা করেছে, সেখানে গিয়ে তারা তাদের বক্তব্য বলবে।

আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

এ সময় আইনমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। এটাই হচ্ছে সত্য। বিএনপিকে এই সত্যটা মেনে নিতে হবে।

এছাড়া আইনমন্ত্রী আরও বলেন, সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের হাউস অব কমন্সের যে ছয়জন রিপ্রেজেন্টেটিভ চিঠি দিয়েছেন, তাদের বাংলাদেশ সম্পর্কে আরো তথ্য-উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত ছিল।

 

 
Electronic Paper