ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যারা সংরক্ষিত নারী আসনে জাপার মনোনয়ন পেলেন

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন চারজন। তারা হলেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম, রওশন আরা মান্নান, মাসুদা এম রশিদ ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা নাজমা আক্তার।

 

 

সোমবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তাদের মনোনয়ন চূড়ান্ত করেছেন।

জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া চারজনের মধ্যে অ্যাডেভোকেট সালমা ইসলাম এর আগেও দুবার সংসদে প্রতিনিধিত্ব করেন। সবশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন। তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরও দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, এ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১৬ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৪ মার্চ।

 
Electronic Paper