ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঐক্যফ্রন্টের ইশতেহার প্রকাশ আজ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের প্রতিশ্রুতি থাকছে

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ইশতেহার প্রকাশ করছে ঐক্যফ্রন্ট। এতে বহুল আলোচিত-সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের প্রতিশ্রুতিসহ বিভিন্ন জনকল্যাণমুখী প্রতিশ্রুতি রয়েছে বলে জানা গেছে।

সোমবার সকালে হোটেল পূর্বাণীতে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করা হবে বলে জানা গেছে।

গতকাল রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ইশতেহার প্রকাশের কথা জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন।

ইশতেহারে সংবাদ পরিবেশনে সরকারের তরফে কোনো হস্তক্ষেপ করা হবে না উল্লেখ করে সাংবাদিকদের অবাধ স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম নীতি নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার কথা বলা হয়েছে।

এছাড়া বেকারদের কর্মসংস্থানের জন্য ক্ষমতায় গেলে প্রথম বছরে পাঁচ লাখ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে ঐক্যফ্রন্ট। শিক্ষিত যুবকদের অফিসে ও অশিক্ষিতদের দক্ষতা পরীক্ষা করে ভাষা প্রশিক্ষণ, শর্ট কোর্স দিয়ে চাকরির জন্য প্রস্তুত করা হবে বলেও তাতে বলা হয়েছে।

ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে ওষুধের দাম অর্ধেকে নামিয়ে আনা হবে বলেও জানানো হয়েছে এতে।

সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আইনে বেশ কিছু পরিবর্তন আনার ঘোষণা দিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট। এতে পরিবারে সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে ছেলে-মেয়ে সমান সম্পত্তি পাবে। পরিবারে মেয়ে থাকলে সম্পত্তি চাচাতো ভাইয়েরা পেতো, এই রীতি বাদ দেয়া হবে। মেয়ে থাকলে মেয়েই সম্পত্তি পাবে।

 
Electronic Paper