ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সরকারের কারসাজিতে দ্বিধাবিভক্ত রায়: রিজভী

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দণ্ডিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনে হাইকোর্ট যে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন তাতে ‘সরকারের কারসাজি’ রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘এটা সুস্পষ্ট যে, এর পেছনে সরকার কলকাঠি নাড়ছে, তা না হলে দ্বিধাবিভক্ত রায় কেন? এতে সরকারের কারসাজি রয়েছে।’

মঙ্গলবার সকালে নয়াপল্টনে রায়-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, দেশের যেকোনো জায়গা থেকে বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা নির্বাচন করবেন, খালেদা জিয়া যে ভোট পাবেন, শেখ হাসিনা তার এক-তৃতীয়াংশ ভোটও পাবে না। তাই তাকে (খালেদা জিয়া) নির্বাচন থেকে দূরে রাখতে সরকারের এই কৌশল।’

তিনি বলেন, ‘এখনও বিষয়টি (খালেদার নির্বাচনে অংশগ্রহণ) বিচারাধীন, দেখি শেষ অবস্থা কোথায় যায়।’

রিজভী আহমেদ আরো বলেন, ‘প্রধানমন্ত্রী কার্যালয়ে গুজব, অপপ্রচার ও কুৎসা রটানোর জন্য দেশের জনপ্রিয় মিডিয়াগুলোর নামে ফেক ওয়েবসাইট খোলা হয়েছে। বিবিসি বাংলা, প্রথম আলো, বাংলা ট্রিবিউনসহ বেশ কিছু বহুল পঠিত অনলাইনগুলোর নামে এই ভুয়া ওয়েবসাইট খোলা হয়েছে।’

সাবেক এই ছাত্রনেতার ভাষ্য, ‘নির্বাচনী প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরুর দিনই বিএনপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র আক্রমণ শুরু করেছে। বিভিন্নস্থানে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের প্রচারণার মাইক ভাঙচুর এবং বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে রক্তাক্ত করেছে। অথচ প্রচারণার শুরুতেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ঢাক-ঢোল পিটিয়ে আইনশৃঙ্ঘলা বাহিনীর ছত্রচ্ছায়ায় মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ।’

এ সময় বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

 

 
Electronic Paper