ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘আলোচনায় চূড়ান্ত হয়েছে জাপার প্রার্থী তালিকা’

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮

মহাজোটের সঙ্গে আলোচনা করেই জাতীয় পার্টির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘মহাজোটের সঙ্গে আলোচনা করেই জাতীয় পার্টির তালিকা চূড়ান্ত করা হয়েছে। তাই মহাজোটে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।’

রোববার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন রাঙ্গা।

জাপা মহাসচিব বলেন, ‘মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির ২৯ জন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ১৩২ জন প্রার্থী উন্মুক্ত ভাবে নির্বাচনে অংশ নেবেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন।’

মহাসচিব আরও বলেন, ‘প্রার্থিতা নিয়ে যেন কোনো বিভ্রান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের অনুরোধেই তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাননি। তিনি যখন খুশি তখনই দেশের বাইরে যেতে পারবেন।’

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. হাফিজ উদ্দিন, অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, মজিবুর রহমান সেন্টু, সফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু প্রমুখ উপস্থিত ছিলেন।

 
Electronic Paper