ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

২২ আসনেই রাজি জামায়াত

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮

আসন্ন সংসদ নির্বাচনে মাত্র ২২ আসনে নির্বাচন করছে জামায়াতে ইসলামী। গত শনিবার থেকে কয়েক দফায় বৈঠক শেষে শর্তসাপেক্ষে ২২ আসনে নির্বাচন করতে জামায়াতকে রাজি করিয়েছে বিএনপি।

নির্বাচনে জামায়াতের শর্ত ছিল, ২২ আসনে জামায়াত নির্বাচন করবে সেখানে জোটের কিংবা বিএনপির কোনো স্বতন্ত্র প্রার্থী থাকবেন না। বিএনপি ওই শর্ত মেনে নিয়েছে বলে দাবি জামায়াতের। বিএনপির দাবিকৃত জামায়াতের ৪৭ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নও প্রত্যাহার করেছে দলটি। তবে একটি আসনে জামায়াত-বিএনপি উভয় দলই লড়বে বলে জানা গেছে। সেটি চাঁপাইনবাবগঞ্জ-৩।

জামায়াতে ইসলামীর এ পর্যন্ত চূড়ান্ত হওয়া আসনগুলো হলো- ঠাকুরগাঁও-২ মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর-১ মাওলানা মোহাম্মদ হানিফ, দিনাজপুর-৬ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ মোহাম্মদ আজিজুল ইসলাম, রংপুর-৫ অধ্যাপক গোলাম রব্বানী, গাইবান্ধা-১ মাজেদুর রহমান সরকার, সিরাজগঞ্জ-৪ মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা-৫ মাওলানা ইকবাল হুসাইন, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিয়ার রহমান, যশোর-২ আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন, বাগেরহাট-৩ অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ অধ্যাপক আবদুল আলীম, খুলনা-৫ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ মাওলানা আবুল কালাম আজাদ, সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ শামীম সাঈদী, ঢাকা-১৫ ডা. শফিকুর রহমান, কুমিল্লা-১১ ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম ১৫ আ ন ম শামসুল ইসলাম এবং কক্সবাজার-২ হামিদুর রহমান আজাদ।

এ ছাড়াও, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত সমঝোতায় বিএনপির অনুরোধে তিনটি আসনে প্রার্থী প্রত্যাহার করেছে জামায়াতে ইসলামী। আসন তিনটিতে বিএনপির প্রার্থী হলেন- সাতক্ষীরা-৩ আসনে রবিউল বাশার, সিলেট-৫ আসনে ফরিদ উদ্দিন চৌধুরী ও সিলেট-৬-এ হাবিবুর রহমান।

এ ব্যাপারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম বলেন, অনেক দরকষাকষির পর বৃহত্তর স্বার্থে, জোটের স্বার্থে, দেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার স্বার্থে জামায়াতে ইসলামী ২২ আসনে নির্বাচন করার ব্যাপারে জোটগতভাবে সম্মত হয়েছে।

 
Electronic Paper