ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মহাজোটে জাপা পেল ৩৬ আসন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ০৬, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটর শরীক জাতীয় পার্টিকে (জাপা) ৩৬টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার থেকে মহাজোটের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয় আওয়ামী লীগ। শুক্রবার এটি শেষ হবে।

এর মধ্যে শরীক জাতীয় পার্টিকে ৩৬টি আসনের তালিকা পাঠিয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টির বর্তমান একজন এমপি এই তালিকা দেখে নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দু’একদিনের মধ্যে চূড়ান্ত মনোনয়নের চিঠি আমরা দিয়ে দেব। আজ সেটা শুরু হবে, কালকের মধ্যে সেটা শেষ হবে। নির্বাচনে মহাজোট থেকে আমরা প্রার্থী দিয়েছি, তারা বিপুল ভোটে জয়ী হবে।

তিনি বলেন, আমাদের অনেক জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও বৃহৎ স্বার্থে আমরা জোটকে অনেক আসন ছাড় দিয়েছি।

এর আগে জাপার সঙ্গে আসন নিয়ে নানা দেন-দরবার হয়। ক্ষমতাসীন দলকে চাপে রাখতে জাপা ২০০ আসনে প্রার্থী দেয়। জবাবে আওয়ামী লীগও ৩০০ আসনে প্রার্থী দেয়। পাল্টাপাল্টি চাপে রাখার এই খেলার মধ্যেই জাপার মহাসচিব পদে রদবদল হয়।

তবে ৩৬ আসনেও সন্তুষ্ট নয় জাপা। দলটির একজন শীর্ষনেতা বলেন, এই তালিকায় তো আমারও নাম নাই। মেডাম তো এটা মানবেন না।

আওয়ামী লীগ-জাপার মনোনয়ন নিয়ে টানাপোড়েনের সমাপ্তি দেখতে ৯ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে জানিয়েছেন দুই দলের একাধিক নেতা।

 
Electronic Paper