ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাল থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি

অনলাইন ডেস্ক
🕐 ৯:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

কাল থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি

আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে দলটি।

 

রোববার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতিতে বিষয়টি জানানো হয়। এবার ফরমের মূল্য ৩০ হাজার টাকা ধরা হয়েছে। এতে বলা হয়, ২০শে নভেম্বর থেকে ২৩শে নভেম্বর পর্যন্ত ফরম বিক্রি করা হবে। আগামী ২৪শে নভেম্বর থেকে ২৭শে নভেম্বর পর্যন্ত প্রার্থীদের সাক্ষাতকার নেয়া হবে।

দলীয় মনোনয়নপত্র বিক্রির ঘোষণা দিলেও এখন পর্যন্ত নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে জাতীয় পার্টি অবস্থান পরিস্কার করেনি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে কয়েকদিনের মধ্যেই দলীয় অবস্থান জানানো হবে।

 
Electronic Paper