ঢাকা, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘নির্বাচনে আসলে বিএনপিকে অভিনন্দন জানাবে আ.লীগ’

অনলাইন ডেস্ক
🕐 ৩:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

‘নির্বাচনে আসলে বিএনপিকে অভিনন্দন জানাবে আ.লীগ’

বিএনপি যদি নির্বাচনে আসে, তবে আওয়ামী লীগ তাদেরকে অভিননন্দন জানাবে। নির্বাচন ছাড়া বিএনপির নিজেকে রক্ষা করার আর কোনো উপায় নেই। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে মোহাম্মদপুরে আগুনে ক্ষতিগ্রস্ত কৃষি মার্কেট পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি যে কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারছে। তবে রোডমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান তিনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সম্পর্কে নানক বলেন, দোকানীরা যেমন চাইবেন, তেমন করেই দোকান বরাদ্দ দেয়া হবে। তিনি বলেন, যার যেখানে বরাদ্দ ছিলো, সেখানেই পাবেন। মার্কেট কমিটির পক্ষ থেকে স্বতন্ত্র তদন্ত কমিটি করে আগুন লাগার কারণ খুঁজে বের করার আহ্বান জানান, এই আওয়ামী লীগ নেতা।

 
Electronic Paper