ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সংসদে সার্কাস চলছে : জাতীয় পার্টি

অনলাইন ডেস্ক
🕐 ১:২৩ অপরাহ্ণ, জুন ০৩, ২০২৩

সংসদে সার্কাস চলছে : জাতীয় পার্টি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সংসদে জনগণের কথা শোনা হয় না। এর প্রতিফলন বাজেটসহ বিভিন্ন পর্যায়ে পড়ছে।

শুক্রবার (২ জুন) উত্তরা বিসিক সেন্টারে উত্তরা কালচারাল সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, জনগণের কথা সংসদে শোনা হয় না, কেউ জনগণকে গুরুত্ব দেয় না। মনে হয় সংসদে এক অদ্ভুত সার্কাস চলছে। এ বাজেটের ফলে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হবে। বাজেট সরকার বাস্তবায়ন করতে পারবে না, মূল্যস্ফীতি বাড়বে। এই বাজেট বাস্তবায়নে দারিদ্রহার বাড়বে। বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে মনে করেন তিনি।

জাতীয় পার্টির এ নেতা আরও বলেন, দেশের ইতিহাস ও সাংস্কৃতিকে বিকৃত করার চেষ্টা চলছে। এ চেষ্টা প্রতিহত করতে হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল এ বাজেটের ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

আগামী এক বছর দেশ পরিচালনার সার্বিক আয়-ব্যয়ের হিসাব রয়েছে এই বাজেটে। এটি আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বাংলাদেশের ৫২তম বাজেট। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে আর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

 
Electronic Paper