ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘নজিরবিহীন সব ঘটনা ঘটিয়ে চলেছে সরকার’

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:০৫ অপরাহ্ণ, মে ১৮, ২০১৮

বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে 'নজিরবিহীন' সব ঘটনা ঘটিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
কারাবন্দি খালেদা জিয়াকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের লেখা ‘কোটি জনতার মা’ গানের সিডির মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইনি লড়াই করে সর্বোচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলেও সরকারের কারণে খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না— এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, 'বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন সব ঘটনা ঘটিয়ে চলেছে এই সরকার। হাইকোর্ট জামিন দেওয়ার পরে সুপ্রিম কোর্টে স্থগিত করা হয় এই ৫ বছরের সাজায়— ইতিহাসে এটার নজির নেই। কিন্তু তারা করেছেন। মাত্র ৩/৪ মাসের মধ্যে এই আপিলটাকে চূড়ান্ত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়ার— এটারও নজির নেই।'
আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ ঠেকাতে সরকার এখন বিচার বিভাগকে কাজে লাগাতে চাইছে— এমন মন্তব্য করে তিনি বলেন, অন্যায়-অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে মানুষের যাওয়ার একমাত্র জায়গা ছিল বিচার বিভাগ। দুর্ভাগ্য জাতির, আজকে সেই বিচার বিভাগকেও সরকার তাদের কাজে লাগানোর চেষ্টা করছে।
এই অবস্থা থেকে উত্তরণে বিএনপি নেতাকর্মীদের সংগঠিত হয়ে আন্দোলনের জন্য প্রস্তত হওয়ার আহ্বান জানিয়ে দলের মহাসচিব বলেন, 'আপনারা সংগঠিত হোন, যখনই প্রয়োজন হবে আপনারা যেন রাস্তায় নামতে পারেন।'
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে পুলিশের নির্যাতন, গ্রেপ্তার ও দমনপীড়নের মধ্য দিয়ে সেখানে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। নির্বাচনের দিনে জনগণকে ভোট কেন্দ্রে যেতে না দিয়ে তারা ভোট ডাকাতি করেছে। এমনকি মার্কিন রাষ্ট্রদূত, তিনি পর্যন্ত বলেছেন যে, খুলনার নির্বাচনে যে অনিয়ম হয়েছে তার তদন্ত হওয়া উচিৎ।
ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আখতারুজ্জামান বাচ্চুর পরিচালনায় অন্যদের মধ্যে বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, সহ সাংস্কৃতিক সম্পাদক মনির খান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, কণ্ঠশিল্পী নাসির অনুষ্ঠানে বক্তব্য দেন।

 
Electronic Paper