ঢাকা, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

২০২৩ সালে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে : হাফিজ

অনলাইন ডেস্ক
🕐 ৩:৪৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

২০২৩ সালে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে : হাফিজ

২০২৩ সালে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

 

সোমবার (২০ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ বলেন, এই যুদ্ধের মাধ্যমে গণতন্ত্র মুক্ত করা হবে। আমরা যে বীরের জাতি, তা আবার প্রমাণ করতে হবে।

তিনি বলেন, প্রভুভক্তের কারণে সরকার রোহিঙ্গা ইস্যুর সমাধান করতে পারছে না। চীন, ভারত এবং রাশিয়া মিয়ানমারের পক্ষে থাকায় রোহিঙ্গা সংকট সমাধান করতে পারছে না।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ আজ বন্ধুশূন্য একটি দেশ। রোহিঙ্গা ইস্যুতে দু-একটি মুসলিম রাষ্ট্র ছাড়া কেউ সরাসরি বাংলাদেশকে সমর্থন করেনি।

হাফিজ বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার নেই। আওয়ামী লীগের কাছ থাকে ভালো কিছু আশা করা যায় না। আমরা এখনও স্বাধীন নই।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বারবার বলার পরেও আওয়ামী লীগ জনগণের অধিকার ফিরিয়ে দেয়নি। তারা ইভিএমের মাধ্যমে কারচুপি করে আবারও একদলীয় শাসন কায়েম করতে চায়।

আলোচনা সভায় রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় কমিটির সভাপতি হারুনূর রশিদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসনাত কাইয়ূম, জাসদের সহসভাপতি এম জাবির, সাবেক ছাত্রনেতা নুরুর রহমান জামিল, সাইফুল ইসলাম শিশিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

 
Electronic Paper