ঢাকা, শুক্রবার, ২ জুন ২০২৩ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিএনপির আন্দোলনে ভাটা, আর জোয়ার আসবে না : কাদের

অনলাইন ডেস্ক
🕐 ৩:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

বিএনপির আন্দোলনে ভাটা, আর জোয়ার আসবে না : কাদের

‘বিএনপির আন্দোলনে ভাটা পড়েছে, আর জোয়ার আসবে না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা চুরি করলে দেশে এত এত উন্নয়ন সম্ভব হতো না। বিএনপি ক্ষমতায় গেলে আবারও দেশকে দেউলিয়া করে দেবে।

 

শনিবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর ওয়ারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, বিএনপির দুটি গুন- দুর্নীতি আর মানুষ খুন। তাদের হাতে ক্ষমতা গেলে দেশে আবারও জঙ্গিবাদ বেড়ে যাবে, সাম্প্রদায়িকতা বেড়ে যাবে। তা হতে দেবে না আওয়ামী লীগ। জনপ্রিয়তা প্রমাণ করতে হলে নির্বাচনে এসে প্রমাণ দিতে হবে। মুখে বড় বড় কথা বলে লাভ হবে না।

বিএনপি ক্ষমতার স্বপ্ন দেখছে উল্লেখ করে তিনি বলেন, বেপরোয়া গাড়ির বেপরোয়া ড্রাইভারে চলতে চলতে গাড়ি খাদে পড়ে গেছে। বিএনপির আন্দোলন খাদে পড়ে গেছে। বিএনপির আন্দোলন জখম হয়ে গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

 

 
Electronic Paper