ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মানুষের সেবাকেই বেশি গুরুত্ব দেয় আ.লীগ সরকার : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
🕐 ২:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

মানুষের সেবাকেই বেশি গুরুত্ব দেয় আ.লীগ সরকার : প্রধানমন্ত্রী

মানুষের সেবাকেই আ.লীগ সরকার বেশি গুরুত্ব দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ মার্চ) শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নার্সিং পেশাকে সরকার বিশেষ গুরুত্ব ও মর্যাদা দেয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের চাহিদা মিটিয়ে নার্সদের বিদেশে পাঠানো হবে। বাংলাদেশের নার্সরা বিশ্ব জয় করবে।

তিনি বলেন, ১০ হাজার নার্স ও পাঁচ হাজার মিডওয়াইফের পদ সৃষ্টির চূড়ান্ত পরিকল্পনা হয়েছে।

সরকারপ্রধান বলেন, আমাদের দেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে। আমরা এখন প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় রোগীদের সেবায় নার্সদের আন্তরিক হওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা।

এর আগে, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কাশিমপুরে পৌঁছান তিনি।

 

 
Electronic Paper