বিএনপির পৃথিবী ক্রমশই ছোট হয়ে আসছে : কাদের
ডেস্ক রিপোর্ট
🕐 ৯:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০১, ২০২৩

বিএনপির পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসছে, তাদের কর্মসূচিও এখন নরম হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, নেতাকর্মী ছাড়া জনগণ বিএনপির সঙ্গে নেই। বিএনপির আন্দোলনের দৈর্ঘ্য কমে প্রস্থ বেড়ে যাচ্ছে। তারা নির্বাচনে না গিয়ে ঘোমটা পরে রাজনীতি করছে। আরো বলেন, সংসদ থেকে পদত্যাগ করে বিএনপি কতো ভুল করেছেন তা যতদিন যাবে তত অনুধাবন করবেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি সঙ্গে জনগণও নেই, তাদের পায়ের নিচে মাটিও নেই। বিএনপির সকল কর্মসূচি ভুয়া। শেখ হাসিনা বাংলাদেশের চেহারা বদলে দিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
এ বিভাগের অন্যান্য সংবাদ
