মিছিলের নগরী এখন রাজশাহী
প্রধানমন্ত্রী আসার আগেই জনসভাস্থল পূর্ণ
শ ম সাজু, রাজশাহী
🕐 ১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩

রাজশাহীর মাদ্রাসার ময়দানে প্রধানমন্ত্রীর জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দুপুর ১২টায় শুরু হওয়া এই জনসভায় সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যোগ দেবেন দুপুর ২টায়। রোববার সকাল ৭টার পর থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। সকাল ৯টার পরে মাদ্রাসা মাঠের প্রবেশমুখগুলো খুলে দেওয়া হলে ধীরে ধীরে প্রবেশ করতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে জনসভার নিরাপত্তা স্বার্থে সবাইকে আলাদা আলাদাভাবে তল্লাশির পরে মাদ্রাসার মাঠের মধ্যে ঢুকতে দেওয়া হয়।
এরই মধ্যে রাজশাহী মহানগরী ৩০টি ওয়ার্ড ছাড়াও আশপাশের উপজেলা এবং জেল থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মাদ্রাসা ময়দানের দিকে আসতে শুরু করেছে। আর যারা আগে থেকেই মাদ্রাসা মাঠের আশপাশে এলাকায় ছিলেন তারা মূল জনসভাস্থলে ঢুকে পড়েছে। দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাদ্রাসা মাঠ।
এরপরও খন্ড খন্ড মিছিল নিয়ে দফায় দফায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাদ্রাসা ময়দানের দিকে ছুটছে। এলাকা ভেদে বিভিন্ন রঙের শার্ট, টি-শার্ট ও টুপি পড়ে নানান রকমের বাদ্যযন্ত্র নিয়ে তারা জনসভাস্থলের দিকে রওনা দিয়েছে।
তাদের মুহূর্মুহূ স্লোগানে মাদ্রাসা মাঠের আশপাশের এলাকা প্রকম্পিত হয়ে উঠেছে। মাদ্রাসা মাঠে জায়গা না পেয়ে অনেকেই পার্শ্ববর্তী কেন্দ্রীয় ঈদগা মাঠ এবং সংলগ্ন সড়কগুলোতে অবস্থান নিয়েছেন। পুরো রাজশাহী মহানগরীই এখন যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে।
জনসভাস্থল ছাড়াও রাজশাহী মহানগরীর প্রতিটি সড়ক লোকে লোকারণ্য হয়ে গেছে। এর আগে সকাল ১০টায় রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বিসিএস নবীন পুলিশ কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদ্রাসা মাঠের জনসভায় বেলা ৩টায় ভাষণ দেবেন আওয়ামী লীগের সভানেত্রী।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই জনসভা থেকে দলীয় প্রধান দলের নেতা-কর্মীদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। আগামী নির্বাচনের জন্য চাইবেন নৌকা প্রতীকে ভোট।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডবলু সরকার বলেন, ‘নেতা-কর্মীরাদের ভিড়ে জনসভা শুরুর আগেই মাদ্রাসা মাঠ পূর্ণ হয়ে গেছে।
বিভাগের আট জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী রাজশাহীতে আসছেন। গোটা মহানগরী জনসভাস্থলে পরিণত হবে বলে দাবি করেন তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
