ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিএনপির বিভাগীয় সমাবেশ ৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩

বিএনপির বিভাগীয় সমাবেশ ৪ ফেব্রুয়ারি

বিভাগে বিভাগে সমাবেশ কর্মসূচির প্রায় দুই মাসের মধ্যে এবার ১০ দফা দাবি আদায়ে একযোগে সব বিভাগে একইদিনে সমাবেশ করবে বিএনপি।

আগামী ৪ ফেব্রুয়ারি দলটির ১০ সাংগঠনিক বিভাগীয় ইউনিটে এ কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেটি সরকার হঠাতে জোটবাধা সমমনা রাজনৈতির দলগুলোর যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একপাশের সড়কে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব নতুন এ কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে, বিএনপি নির্বাচনের বছর খানেক আগে দেশের বিভাগে বিভাগে সমাবেশ শুরু করেছিল গত অক্টোবরে। বিভিন্ন বিভাগে পরিবহন ধর্মঘটের মধ্যে সমাবেশ শেষে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করে দলটি। স্থান নির্বাচন ও অবস্থানের ঘোষণার মধ্যে যা তখন রাজনীতিতে উত্তাপ তৈরি করেছিল।

এদিন গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসে’ এ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ইউনিট। ঢাকা ছাড়াও অন্য ৯টি সাংগঠনিক মহানগর ইউনিটে এ কর্মসূচি হয়।

কর্মসূচির ঘোষণা দিয়ে ফখরুল বলেন, ‘আওয়ামী সন্ত্রাস, সরকারের দমনপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে, বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি দেশব্যাপী বিভাগীয় সমাবেশ হবে।’

এর আগে, একই দাবিতে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গত ২৪ ডিসেম্বর ৯ বিভাগীয় শহরে এবং ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল, ১১ জানুয়ারি অবস্থান কর্মসূচি এবং ১৬ জানুয়ারি বিভাগীয় শহরে বিক্ষোভ-সমাবেশ করে।

বুধবারের সমাবেশে আন্দোলন চলমান থাকবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থেকে না যাবে, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের বন্দি ভাইদের মুক্ত করতে পারছি, যতক্ষণ পর্যন্ত না আমাদের নেতা রুহুল কবির রিজভী, সুলতান সালাহউদ্দিন টুকুসহ অগণিত নেতাদের মুক্ত করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’

 
Electronic Paper