ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘দেশে প্রাণ খুলে কথা বলা যাচ্ছে না’: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

‘দেশে প্রাণ খুলে কথা বলা যাচ্ছে না’: জিএম কাদের

দেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, যে দেশের গণমাধ্যম যতটা স্বাধীন, গণমাধ্যমের স্বাধীনতা দেখে সহজেই বোঝা যায় সে দেশের গণতন্ত্রের হাল-হকিকত।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সাংবাদিক ঐক্যের (এনইউজে) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

জাতীয় সাংবাদিক ঐক্যের আহ্বায়ক খন্দকার দেলোয়ার জালালীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জাপা চেয়ারম্যান বলেন, টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়া আতঙ্কের মাঝে দায়িত্ব পালন করে। প্রাণ খুলে কথা বলতে পারে না কেউ। খবর প্রকাশে নিজেরাই নিজেদের ওপর নিয়ন্ত্রণ আরোপ বা সেলফ সেন্সরশিপ করতে বাধ্য হচ্ছে।

 
Electronic Paper