ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শেখ হাসিনা থাকলেই স্থিতিশীলতা থাকে দেশ: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
🕐 ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২২

শেখ হাসিনা থাকলেই স্থিতিশীলতা থাকে দেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। শেখ হাসিনা যদি সরকার হিসেবে থাকেন, তাহলে দেশে স্থিতিশীলতা থাকে। আর স্থিতিশীলতা থাকলেই আমাদের দেশের উন্নয়নের মশাল অব্যাহত থাকবে।’

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় আমাদের জনগণ খুব কষ্টে আছে। হঠাৎ করে দাম বেড়ে গেল। যে তেল ৯০ টাকা ছিল, সেটা হয়ে গেল ১৫০ টাকা। আমি এটা কোনোভাবে অঙ্কে মেলাতে পারি না। সর্বশেষ প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ২৮ টাকা। দাম বাড়া উচিত ছিল এক টাকা বা কয়েক পয়সা। কিন্তু সবকিছুর দাম হুহু করে বেড়ে উঠল। আমরা এর জন্য খুব উদ্বিগ্ন। শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের বন্ধু। সাধারণ লোকের জন্য আমাদের সরকার আছে। মানুষের যাতে কষ্ট না হয়, সে লক্ষ্যে কাজ করা হবে।’

সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ।

 
Electronic Paper