ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কারণ ছাড়া পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২

কারণ ছাড়া পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ও পরিবহনের ক্ষেত্রে অহেতুক দাম বাড়ালে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মূল্যস্ফীতি শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী। ইউরোপীয় ইউনিয়নের সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৬ শতাংশ, আমেরিকায় ৮ দশমিক ৫ শতাংশ, যুক্তরাজ্যে ৯ দশমিক ৪ শতাংশ, পাকিস্তানে ২৫ শতাংশ, অস্ট্রেলিয়ায় ৯ শতাংশের ওপরে। কিন্তু আমাদের দেশে ৭ দশমিক ৫ শতাংশের ওপরে, যা মে মাসের আগ পর্যন্ত ৭ শতাংশের নিচে ছিল এবং এটা এখনো অনেক দেশের চেয়ে কম।

বামজোটের ডাকা হরতালের বিষয়ে ড. হাছান বলেন, বামজোটের ভাইয়েরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। তাই আমি তাদের সম্মান করি। কিন্তু আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, তাদের কর্মকাণ্ডে যেন বিএনপিসহ স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী অপশক্তি, জঙ্গিগোষ্ঠী লাভবান না হয়...। যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, জঙ্গিদের লালন-পালন-তোষণ করে, তারা যেন বাম ভাইদের কর্মকাণ্ডে লাভবান না হয়, দেশটাও যেন তাদের হাতে চলে না যায়। সেটিই তাদের প্রতি অনুরোধ।

 
Electronic Paper