ঢাকা, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো নয়’ : হানিফ

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:০৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২

‘বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো নয়’ : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বাংলাদেশের অবকাঠামো ও অর্থনীতি শ্রীলঙ্কার মতো নয়। তাই, বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না। আর, বিএনপির মন থেকে শ্রীলঙ্কার স্বপ্ন মুছে যেতেও বেশি সময় লাগবে না।’

তিনি বলেন, ‘দেশের উন্নয়ন যাদের অপছন্দ, উন্নয়ন দেখলে যাদের গাত্রদাহ হয়, তারা বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে বলে বেড়াচ্ছেন।’

বুধবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিক রুবেল হত্যার বিষয়ে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘সাংবাদিক রুবেল হত্যার মামলা পিবিআইতে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলা হয়েছে। দ্রুত তদন্ত শেষে এ মামলার রহস্য উদ্‌ঘাটন ও দোষীদের আইনের আওতায় আনা হবে।’

যশোরে যুবদলনেতা হত্যায় সরকারকে দায়ী করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, ‘এ ধরনের অভিযোগের আগে বিএনপির সময়ে...আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যার দায় কি মির্জা ফখরুল সাহেবরা স্বীকার করে নিয়েছেন?’

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান, শেখ হাসান মেহেদী, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

 
Electronic Paper