ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মোশাররফের দুর্নীতি মামলা চলবে: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:৫৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২

মোশাররফের দুর্নীতি মামলা চলবে: আপিল বিভাগ

অর্থপাচার মামলায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের সাক্ষীকে পুনরায় জেরা করার আবেদন খারিজের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে নিম্ন আদালতে মামলার কার্যক্রম চলতে বাধা থাকলো না।

বৃহস্পতিবার (৩০ জুন) মোশাররফ হোসেনের রিভিউ খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়...।

এর আগে মামলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফেরদৌস আহমেদ খানকে পুনরায় জেরা করার পক্ষে রায় দিয়েছিলো হাইকোর্ট। ঢাকার একটি আদালতে মামলার শুনানির দিন ধার্য আছে।

মামলায় অভিযোগ করা হয়, খন্দকার মোশাররফ হোসেন স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত মুদ্রা বিদেশে পাচার করেন। ওই সময়ে খন্দকার মোশাররফ তার ও স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফশোর...প্রাইভেট ব্যাংকে ৮০৪১৪২ দশমিক ৪৩ ব্রিটিশ পাউন্ড জমা করেন, যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা। ২০১৪ সালে রমনা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করে দুদক।

২০১৫ সালে এ মামলায় খন্দকার মোশাররফের বিরুদ্ধে বিচার শুরু হয়।

 
Electronic Paper