পদ্মাসেতু উদ্বোধন: আমন্ত্রণ পেলেন বিএনপির যেসব নেতা
নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:৫৩ অপরাহ্ণ, জুন ২২, ২০২২

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির একাধিক নেতাকে আমন্ত্রণ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ।
বুধবার (২২ জুন) সকাল ১১টায় সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে আমন্ত্রণপত্রগুলো পৌঁছে দেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এই ৭ জনের নামে আমন্ত্রণ পত্র দেয়া হয়।
পরে সাংবাদিকদের উপসচিব বলেন, সেতু বিভাগের পক্ষ থেকে বিএনপির নেতাদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণের কার্ডগুলো দিতে এসেছি।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, খাইরুল কবির খোকন, আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
