ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ন্যাপের জাতীয় কাউন্সিল ডিসেম্বরে

জ্যেষ্ঠ প্রতিবেদক
🕐 ৯:৩৩ অপরাহ্ণ, জুন ১৭, ২০২২

ন্যাপের জাতীয় কাউন্সিল ডিসেম্বরে

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) জাতীয় কাউন্সিল অধিবেশন আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ জুন) গুলশানে দলটির প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জাতীয় কাউন্সিল সফল করা লক্ষে দলের মহাসচিবকে আহ্বায়ক করে কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৬ জুলাই দলের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আগামী আগস্ট মাস থেকে সব জেলা ও মহানগরে দলের সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় নেতারা বলেন, জনজীবন যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জর্জরিত ঠিক সে সময় গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি আগুনে ঘি ঢালা সমান। বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিতে চরম অসময় যাচ্ছে..,। মূল্যবৃদ্ধির সময় এটা নয়। যে চেষ্টা হচ্ছে, সেটি আত্মঘাতী সিদ্ধান্ত সরকারকে বেকায়দায় ফেলার শামিল।

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য মুনির এনায়েত মল্লিক, ব্যারিস্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, আতিকুর রহমান.., মো. মহসীন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুঁইয়া, মিতা রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য মো. আমজাদ হোসেন, কেন্দ্রীয় নেতা শফিকুল আলম শাহিন, বাদল দাস, কাকলি রহমান প্রমুখ।

 
Electronic Paper