ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন’: পলক

নাজমুল হাসান, নাটোর
🕐 ৯:২১ অপরাহ্ণ, জুন ০৪, ২০২২

‘জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন’: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, “হ্যাঁ-না ভোটের মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন। তিনি বই খাতার বদলে অস্ত্র তুলে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পঙ্গু করে দিয়েছিলেন।

মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিলেন। জিয়াউর রহমান কোনো রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন পাকিস্থানের এজেন্ট। নিজের রাষ্ট্রপতি পদ টিকিয়ে রাখতে হ্যাঁ-না ভোটের ব্যবস্থা করেছিলেন জিয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার বিকেল ৫ টায় নাটোরের সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজন বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা আ'ওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মোঃ জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 
Electronic Paper