ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভাওয়ালের লড়াইয়ের গল্প

এখনো দখলে ৯৫৮ একর

বিবিধ ডেস্ক
🕐 ৫:০৫ অপরাহ্ণ, নভেম্বর ০১, ২০১৮

ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীন গাজীপুরে এখনো ৯৫৮ একরের মতো বনভূমি বেদখল আছে। এর মধ্যে বিভিন্ন ব্যক্তির দখলে আছে ৯২০.৪৮ একর এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের দখলে রয়েছে ১৩৬ একর। তবে গত তিন বছরে বন দখলকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩৭.৫২ একর বনভূমি উদ্ধার করায় বিভিন্ন শিল্পের নতুন করে বন দখলের প্রবণতা কমেছে।

দপ্তরটির মতে, ‘উচ্ছেদ মোকদ্দমাগুলো দ্রুত নিষ্পত্তি হলে বিশাল আয়তনের বনভূমি উদ্ধার সম্ভব। এ ছাড়া রেকর্ড সংশোধনী ও কিছু কিছু ক্ষেত্রে আদালতের স্থগিতাদেশ হওয়ায় বেদখল বনভূমি উদ্ধারে সময় লাগছে।’

জাতীয় উদ্যান ও ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম জানান, বেদখল বন উদ্ধারে উচ্ছেদ মোকদ্দমা দেওয়া হয়েছে। কয়েক যুগ ধরে বেদখল এমন বেশকিছু স্থানে বনভূমি উদ্ধার করে বাগান করা হচ্ছে। এসব বাগানে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে তাদের উপকারভোগী করা হয়েছে।

বন রক্ষায় বন প্রহরীরা দায়িত্ব পালন করছেন। আবাসন, জনবল ও পরিবহন সংকট থাকার পর বন রক্ষায় সবাই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper