ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভাওয়ালের লড়াইয়ের গল্প

অবৈধ প্রবেশ ঠেকাতে ব্যবস্থা

বিবিধ ডেস্ক
🕐 ৪:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ০১, ২০১৮

বনে অবৈধ প্রবেশ ঠেকাতে পার্ক ও ভাওয়াল রেঞ্জের অধীন বিভিন্ন এলাকায় আরসিসি পিলার, গাছের খুঁটি ও কাঁটাতারের বেড়া দিয়েছে বন বিভাগ। রাজেন্দ্রপুর চৌরাস্তা-কাপাসিয়া সড়কের উত্তরপাশে বনে সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করে কাঁটাতারের বেড়া দিয়ে বাগান করা হয়েছে। উদ্ধারকৃত বনভূমির বর্তমান বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।

বিকেবাড়ী বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ১২২৫নং সিএস দাগে ১.৭৭ একর বনভূমি দীর্ঘ তিন যুগ এলাকার প্রভাবশালীদের দখলে ছিল। দখলকৃত বন উদ্ধার করে বাগান করা হয়েছে। শালবন রিসোর্টের সামনে ২৪ শতাংশ বনভূমি উদ্ধার করে বনায়ন এবং বাশরী পিকনিক স্পটসংলগ্ন বনভূমি উদ্ধার করে বিশাল আয়তনে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।’

বারইপাড়া বিট কর্মকর্তা আজাদুল কবির জানান, চলতি বছর বন উদ্ধারের পাশাপাশি ১৩ একর বনভূমিতে বাগান সৃজন করা হয়েছে। এ ছাড়া গত আট মাসে বন দখলকারী ৬টি প্রতিষ্ঠান থেকে বন উদ্ধার করে বাগান সৃজন করা হয়েছে। দিঘলাপাড়া মোড়ে বনে গড়ে ওঠা ৫টি দোকান উচ্ছেদ করে কাঁটাতারের বেড়াসহ বনায়ন করা হয়েছে। উদ্ধারকৃত বনভূমির আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper