ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রংপুরের নদীকথন

আন্তঃসীমান্ত নদীর স্বীকৃতি

বিবিধ ডেস্ক
🕐 ২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

রংপুর অঞ্চলের আন্তঃসীমান্তীয় নদ-নদীর যে সংখ্যা আমরা জানি, বাস্তবে তার প্রায় দ্বিগুণ সংখ্যা আছে। বাংলাদেশ-ভারত স্বীকৃত আন্তঃসীমান্তীয় নদীর সংখ্যা ৫৪টি। এর মধ্যে রংপুর বিভাগে আছে ১৮টি। নদীগুলো- ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, দুধকুমার, ধরলা, তিস্তা, বুড়িতিস্তা, দেওনাই, ঘোড়ামারা, তালমা, করতোয়া, ডাহুক, মহানন্দা, কুলিক, নাগর, টাঙন, তেঁতুলিয়া, পুনর্ভবা, আত্রাই।

বাংলাদেশ-ভারত স্বীকৃত এ নদীগুলো ছাড়া আরও ১৮টি আন্তঃসীমান্তীয় নদী পাওয়া যায়। কুড়িগ্রাম জেলা দিয়ে ধরণী, কালো, গঙ্গাধর, গদাধর, নওজল, নীলকমল, বারোমাসি, ফুলকুমার, তোর্সা, কালজানি, সংকোশ নদী বাংলাদেশে প্রবেশ করেছে। পঞ্চগড় জেলা দিয়ে কুরুম, যমুনা (পঞ্চগড়), চাওয়াই, লালমনিরহাট জেলা দিয়ে গিদারী, মালদাহা, সানিয়াজান, সিংগিমারী নদী প্রবেশ করেছে। উল্লিখিত নদী ছাড়াও রংপুর বিভাগে আরও আন্তঃসীমান্তীয় নদী থাকা অসম্ভব নয়। যে ১৮টি আন্তঃসীমান্ত নদী এখনো বাংলাদেশ-ভারত স্বীকৃত নয় সেগুলোর স্বীকৃতি বাংলাদেশের জন্য জরুরি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper