ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রংপুরের নদীকথন

নদী ও জীবন

বিবিধ ডেস্ক
🕐 ১:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

অতীতে নদীর সঙ্গে জীবনের সম্পর্ক ছিল গভীরতর। প্রাচীন জনপদ, গঞ্জ গড়ে উঠেছিল নদীর পাড়ে। সময় যত গড়িয়েছে আমরা সভ্যতার মুখোশ পরেছি, আর ক্রমাগত নদী থেকে দূরে সরে এসেছি। আমাদের দেশের সব প্রাচীন জনপদও কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই।

আমরা পুণ্ড্র জনপদের কথা বলি, তার রাজধানী ছিল মহাস্থানগড়। যা প্রাচীন করতোয়া নদীর পাড়েই গড়ে উঠেছিল। ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী ময়মনসিংহ ফরিদপুর রংপুর বগুড়া দিনাজপুর এমন কোনো শহর নেই যার প্রতিষ্ঠা নদীর পাড় ছাড়া হয়েছে।

আমরা নদীর ওপর নির্ভরতা কমিয়েছি। নদীর ওপর নির্ভরতা আমাদের জনজীবনে যে সীমাহীন কল্যাণ বয়ে আনত তা আমরা ভুলতে বসেছি। এসবের ফল ইতিবাচক নয়। শুধু কি তাই, রাষ্ট্রীয়ভাবে কিংবা বেসরকারিভাবেও নদীর প্রতি যথাযথ পরিচর্যা করতে ব্যর্থ হয়েছি।

বতর্মান সরকার নদীগুলোর প্রতি যত্নশীল হওয়ার তাগিদ থেকে ‘জাতীয় নদী রক্ষা কমিশন’ প্রতিষ্ঠা করেছে। বর্তমানে কমিশন নদীগুলোর খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে। কিন্তু নদীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য শুধু জাতীয় নদী রক্ষা কমিশন নয়, আরও অনেক মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তরের সহায়তা প্রয়োজন হবে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper