ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রংপুরের নদীকথন

রংপুরের নদ-নদী

বিবিধ ডেস্ক
🕐 ১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ‘উত্তর-পশ্চিমাঞ্চলের নদ-নদী’ শীর্ষক এক রচনায় রংপুর বিভাগের ৮২টি নদীর কথা উল্লেখ করেছে। তবে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি, রংপুর অঞ্চলে নদ-নদীর সংখ্যা দুই শতাধিক। জেনে নেওয়া যাক রংপুর বিভাগের কোন জেলায় কোন কোন নদী আছে।

কুড়িগ্রাম : অন্তাই, কালজানি, কালো, কুরসা, কোটেশ্বর, খলিশাকুড়ি/অর্জুনেরডারা, গঙ্গাধর, গদাধর, গিরাই (গাগলা), গিরাই (ঠুটাপাইকর), গিরাই (নাগেশ্বরী পূর্ব), গোদ্ধার/বোয়ালমারী, ঘড়িয়ালডাঙা, ঘাগুয়া, চণ্ডিমারী, চাকিরপশা, চান্দাখোল, জালশিরা, জিঞ্জিরাম, তিস্তা, তোর্সা, দুধকুমার, দেউল, ধরণী, ধরলা, নওজল, নাগদহ, নীলকুমার, নাগেশ্বরী, পয়রাডাঙা প্রভৃতি।

গাইবান্ধা : আলাই, ইছামতি, করতোয়া, কাটাখালি, কালপানি, গাংনাই/খিয়ারী, ঘাঘট, তিস্তা, নলেয়া, ব্রহ্মপুত্র-যমুনা, মৎস, মরা, মরুয়াদহ, মাইলা মানাস, মাশানকুড়া, বাঙালি, লেঙগা, হলহলি।

ঠাকুরগাঁও : অহনা/নহনা, কুলিক, খোড়া, চারাবান, ছোট ঢেপা, ছোট সেনুয়া, টাঙন, তীরনই, নাগর, পাথরাজ, ভক্তি, ভুল্লি, লাচ্ছি, লোনা, শুক, সেনুয়া।

দিনাজপুর : আত্রাই, ইছামতি, করতোয়া (পার্বতীপুর)/কালা, কাঁকড়া, কাঞ্চন, গর্ভেশ্বরী, ঘাকশিয়া, ঘিরনই, চিরনাই, চিরি, ছোটযমুনা, ঢেপা, তিলাই, তুলসীডাঙা, তেঁতুলিয়া, নর্ত, নলশীসা, নাল, পাথারঘাটা, পুনর্ভবা, বিজরা, বেলান, ভাবকি, ভেলামতি, মহিলা, মাইলা, রণগাঁও।

নীলফামারী : আউলিয়াখান, করতোয়া, কলমদার, কুমলাল, খড়খড়িয়া, খলিসাডিঙি, চারা, চারালকাঠা, চিকলি, চেকাডারা, তিস্তা, দেওনাই, দেওনাই (হরিণচড়া-লক্ষ্মীচাপ),ধাইজান, ধুম, নাউতারা, নেংটিছেঁড়া, বামনডাঙা, বুড়িখোড়া, বুড়িতিস্তা, বুল্লাই, যমুনেশ্বরী, শালকি, স্বরমঙলা।

পঞ্চগড় : আলাইকুমারী, করতোয়া, কাঠগিরি, কালিদহ, কুরুন, কুরুম, খড়খড়িয়া, গোবরা, ঘোড়ামারা, চাওয়াই, চিলকা, ছাতনাই, ঝিনাইকুড়ি, টাঙন, ডাহুক, ডারা, ডারি, তালমা, তীরনই, তিস্তাভাঙা, নাগর, পাইকানি, পাঙা, মরাতিস্তা, পাম, বহু, বাগমারা, বহিতা, বুড়িতিস্তা, বেরং, বোরকা, ভেরসা, মহানন্দা, যমুনা, রণচণ্ডী, রসেয়া, রাঙাপানি, শালমারা, সাও, সিংগিয়া, সুই, হাতুড়ি, হুয়াড়ি।

রংপুর : আখিরা,আলাইকুড়ি, ইছামতি, করতোয়া, কাঠগড়ি, খাঁড়–ভাজ, খোকসাঘাঘট, ঘাঘট, ঘিরনই, টেপরীর বিল, তিস্তা, তিস্তা (নতুন), ধুম, নলশীসা, বুড়াইল, ভেলুয়া, মরা, মরাতিস্তা, মানাস, যমুনেশ্বরী, সোনামতি, শাখা চিকলি, শ্যামাসুন্দরী।

লালমনিরহাট : গিদারী, চতরা, ছড়াবিল, তিস্তা, ত্রিমোহনী, ধরলা, ভেটেশ্বর, মরাসতী, মালদাহা, রতনাই, সতী, সাকোয়া, সানিয়াজান, সিঙ্গিমারী, স্বর্ণামতী।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper