ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রংপুরের নদীকথন

যেসব নদীতে ধান চাষ হয়

বিবিধ ডেস্ক
🕐 ১২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

রংপুর বিভাগের অনেকগুলো নদীতে ধান চাষ করা হয়। বোরো মৌসুমেই মূলত এ ধানচাষ হয়। পঞ্চগড়ের টাঙন, করতোয়া, ভেরসা, বেরং, গোবরা নদীতে ধান হচ্ছে। নীলফামারীর নাউতারা, বুড়িতিস্তা, ধাইজান, চারা, চারালকাটা, বুড়িখোড়া, বুল্লাই, ইছামতী নদীর বুকেও অনেক ধান চাষ হচ্ছে।

লালমনিরহাটের সতী, চাতলা, মালদাহা, সাকোয়া, ভেটেশ্বের নদীতে ব্যাপক ধানের চাষ করা হচ্ছে। গাইবান্ধার ঘাঘট, কালপানি, হলহলি, লেংগা, মরুয়াদহ শাখা নদীসহ প্রায় সবকটিতেই চাষাবাদ হয়। রংপুরের মানাস, ধুম, খোকসা ঘাঘট, আলাইকুড়ি, বুড়াইল, ভেলুয়া, আখিরা নদীতে অবাধে ধান চাষ করা হচ্ছে। কুড়িগ্রামের ধরলা, বামনি, বুড়িতিস্তা, চাকিরপশা, দেউলা, চণ্ডীমারী, খলিশাকুড়ি, পায়রাডাঙাসহ অনেক নদীতেই চলছে ধান চাষ।

নদী দূষণ
রংপুর বিভাগের অনেক স্থানেই রয়েছে নদী-দূষণ। রংপুর শহরের শ্যামাসুন্দরী, ঘাঘট, খোকসাঘাঘট, ইছামতি নীলফামারীর, খড়খড়িয়া, বামনডাঙা, ঠাকুরগাঁও, পাথরাজ, দিনাজপুরের নলশীসা নদী দূষণের শিকার।

নদী দখল
ইছামতি, খোকসাঘাঘট, চিকলির শাখা নদী, নীলফামারী বামনডাঙা, কুড়িগ্রামের বুড়িতিস্তা, চাকরিপশা, পঞ্চগড়ের করতোয়া, পাথরাজ, ঠাকুরগাঁও জেলার টাঙন, নীলফামারীর স্বরমংলাসহ অনেক নদী দখলের শিকার।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper