ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হ্যাশট্যাগ ‘মি টু’

অনমনীয় ট্রাম্প!

বিবিধ ডেস্ক
🕐 ৫:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৮

নারীদের যৌন হয়রানির প্রতিবাদে শুরু হওয়া ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন নিয়ে সারা বিশ্বে চলছে তোলপাড়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নতুন নয়। তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলাও দায়ের করেছিলেন এক মার্কিন নারী।

২০০১ সালের মিস টিন ইউএসএ জানান, তিনি তার ড্রেসিংরুমে পোশাক পরছিলেন। একেবারে নগ্ন অবস্থায় সেখানে ঢুকে পরেন ট্রাম্প। সেখানে আরও মেয়েরা নগ্ন অবস্থায় ছিলেন। ১৯৯৭ সালের আরেক সুন্দরী একই অভিযোগ করেছেন। এমন আরও অনেক অভিযোগ আছে ট্রাম্পের বিরুদ্ধে। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের সেক্স স্ক্যান্ডাল এ মুহূর্তে সবচেয়ে আলোচিত।

নির্বাচনী বছরে স্টর্মির সঙ্গে যৌন সম্পর্কের বিষয়টি গোপন রাখতে ট্রাম্পের কৌঁসুলিরা তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দেন। স্টর্মির দাবি, ২০০৬ সালে যখন তার বয়স ২৬ ছিল, তখন ট্রাম্পের সঙ্গে তার ১০ মাস প্রেম ছিল এবং এর মধ্যে একবার তাদের যৌন সম্পর্কও হয়। আর এ ঘটনাটি চাপা রাখতেই তাকে অর্থ দেওয়া হয়। তবে ট্রাম্প অবশ্য এটা অস্বীকার করেছেন।

এ ছাড়া অভিযোগকারীদের মধ্যে আছেন- জেসিকা লিডস, র‌্যাচেল ক্রুকস, সামানহা হলভে, সামার জারভোস, ক্রিস্টিন অ্যান্ডারসন, লিসা বয়ানে, জেসিকা ড্রেইক, জিল হার্থ, ক্যাথি হেলার, নিনি লাকসোনেন, মেলিন্ডা ম্যাকগিলিভ্রি, টেম্পল ট্যাগার্ট, কারিনা ভার্জিনিয়াসহ আরও অনেকে। সবাই ট্রাম্পের বিরুদ্ধে ইতোমধ্যেই কথা বলেছেন। তবে এমন ঝড়ের পরও অনমনীয় ট্রাম্প। তিনি এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper